নাশকতার পরিকল্পনার অভিযোগে দিনাজপুর শহরে বিশেষ ক্ষমতা আইনে ৩১জন আটক

আমাদের প্রতিদিন
2024-03-28 07:17:28

দিনাজপুর প্রতিনিধি:

নাশকতার পরিকল্পনার অভিযোগে দিনাজপুর শহর থেকে একটি বাসসহ ৩১ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, এরা সকলেই জামায়াত-শিবিরের নেতা-কর্মী। আটককৃতদের ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মৃত সুলতান মুন্সীর ছেলে মোঃ মকবুল হোসেন মুন্সী (৫৫), বীরগঞ্জ উপজেলার ভেলাপুকুর গ্রামের সুলতান আলীর ছেলে সুমন ইসলাম (২৫), শালবাড়ী ডাবড়া গ্রামের মৃত ফায়েজ প্রামানিকের ছেলে আব্দুল হামিদ ইসলাম (৪৯), নওগাঁ গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে তাসদেকুল ইসলাম (৩৮), হাটপুর গ্রামের মৃত মছরউদ্দীনের ছেলে মোঃ শামসুল ইসলাম (৪০), এনাইগা গ্রামের মৃত নুনু মোহাম্মদের ছেলে মোঃ টারজান আলী (৪০), রামনগর গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ আমির হামজা (৪০), রসুলপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ লাইছুর রহমান (২৬), বাঙ্গারীপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মোঃ জহিরউদ্দীন (৫০), তরতবাড়ী গ্রামের মোঃ আব্বাস আলীর ছেলে মোঃ সোহেল রানা (৩১), ডাবড়া শালবাড়ী গ্রামের মৃত হাফিজউদ্দীনের ছেলে মোঃ আয়নাল হক (৪৫), বাদলাপাড়া গ্রামের মৃত মোঃ এমদাদুল হকের ছেলে মোঃ আজিজুল হক (৩৫), শালবাড়ী ডাবড়া গ্রামের মৃত জাবেদ আলী মন্ডলের ছেলে মোঃ ইউসুফ আলী (২৭), ভরতবাড়ী সাহাপাড়া গ্রামের মোঃ আহসান উল্লাহর ছেলে মোঃ গোলাম আজম (৪৩), মাঝাপাড়া শতগ্রাম গ্রামের আব্দুল মজিদের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪০), ভেলাপুকুর গ্রামের মোঃ ইমরান আলীর ছেলে মোঃ মনোয়ার হোসেন (২৫), জোতরঘু গ্রামের মৃত মফিজউদ্দীন ক্কারীর ছেলে মোঃ কেরামত আলী (৫৯), ডাবড়া জিনেশ্বরী গ্রামের মৃত হাছেন আলীর ছেলে মোঃ জয়নাল আবেদীন (৪০), আওলাখুড়ি গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক (৩০), ব্রা²নভিটা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ বাবলার হোসেন (৩৫), শতগ্রাম পাঠানপাড়া গ্রামের মোঃ জয়নাল আবেদীনের ছেলে মোঃ এরশাদ আলী (৩৩), মাতপুর গ্রামের মৃত দেবারু মোহাম্মদের ছেলে মোঃ হামিদুল ইসলাম (৪০), শালবাড়ী ডাবড়া গ্রামের মৃত হাফিজউদ্দীনের ছেলে মোঃ ওসমান গনি (৩৭), রসুলপুর গ্রামের মোঃ হোসেন আলীর ছেলে মোঃ রুহুল আমীন (৩৮), সাতখামার গ্রামের ওহিবুল্লাহর ছেলে মোঃ জাকির হোসেন (৪৭), উত্তর পলাশবাড়ী গ্রামের মৃত লালমিয়ার ছেলে মোঃ আনিছুর রহমান (৪৯), কল্যানী গ্রামের মৃত ওমিজউদ্দীনের ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক (২৯), সাতের গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে মোঃ মঞ্জুরুল ইসলাম (৫০), শতগ্রাম গ্রামের মৃত হাসান আলীর ছেলে মোঃ তৈয়বুর রহমান (৪০), দাড়িয়াপুর গ্রামের মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ আব্দুল মালেক (২৩) এবং একই উপজেলার ধুলাউড়ি গ্রামের মোঃ বেলায়েত হোসেনের ছেলে মোঃ রেজাউল করিম (৪০)।

কোতয়ালী থানার ওসি তানভীরুল ইসলাম জানান, রোববার সকালে দিনাজপুর রেলষ্টেশন এলাকায় বিভিন্ন উপজেলা থেকে জামাত-শিবিরের নেতা কর্মীরা জড়ো হয়। এসময় তারা নাশকতার চেষ্ঠা চালায়। এর আগে তারা ঝটিকা মিছিল করলে পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে সকাল নয়টার দিকে পৌরসভার সামনে জামাত-শিবির কর্মীরা একটি বাসে উঠার সময় বাসসহ পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এসময় তাদের কাছে নাশকতা ব্যবহারের লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া গেছে বলে জানায় কোতয়ালী থানার ওসি।

কোতয়ালী পুলিশ আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। মামলা নং-৫৪, তাং-২২.০১.২০২৩ইং। জানাযায়, দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করে জামাত-শিবির।