দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেল বাংলাদেশ, স্বপ্নভঙ্গের শঙ্কা

আমাদের প্রতিদিন
2024-03-19 08:45:59

ক্রীড়া ডেস্ক:  

জিতলেই সেমিফাইনাল প্রায় নিশ্চিত, এমন ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরে বসল বাংলাদেশের মেয়েরা। আর তাতে মেয়েদের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শেষ চারের ওঠার সমীকরণ অনেকটা জটিল হয়ে গেল বাংলাদেশের।

এক নম্বর গ্রুপের শীর্ষ দুইয়ে থেকে সেমিফাইনালে উঠতে শেষ ম্যাচে শুধু সংযুক্ত আরব আমিরাততে হারালেই চলবে না, গ্রুপের অন্য কিছু ম্যাচের ফলও আসতে হবে নিজেদের অনুকূলে।

আজ জিতে গেলে অবশ্য ভাগ্য নিজেদের হাতেই থাকত দিশাদের। অল্প রানের পুঁজি নিয়ে বোলাররা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেনও, ৩৩ রানেই তুলে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম ৪ উইকেট। চার উইকেটের তিনটিই নিয়েছেন লেগ স্পিনার রাবেয়া খান। সেখান থেকেই ম্যাচটাকে বাংলাদেশের হাত থেকে নিজেদের মুঠোয় নিয়ে নেন ম্যাডিসন ল্যান্ডসম্যান ও কারোবো মেসো জুটি।

পঞ্চম উইকেটে ৭০ রানের জুটি গড়েন তারা। ম্যাডিসন ৩৮ বলের ৩৭ রান করে যখন মারুফার শিকার হলেন, জয় হাত ছোঁয়া দূরত্ব স্বাগতিকদের।

ব্যাট হাতে আজ তেমন ভালো করতে পারেননি বাংলাদেশের মেয়েরা। প্রথম পর্বের তিন ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করা দলটি পুরো ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে করে ১০৬ রান। পাওয়ার প্লেতে মাত্র ১ উইকেট হারালেও স্কোর কার্ডে রান ওঠে ২৮টি।

গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে ৭ উইকেট হারানোর পরই জটিল হয়ে যায় গ্রুপের হিসাবনিকাশ। সুপার সিক্সের এক নম্বর গ্রুপে এখন চারটি দলের সমান ৪ পয়েন্ট। তবে সুপার সিক্স পর্বে বেশি জয় পাওয়াই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের ওপরে আছে। ভারত ওপরে আছে নেট রান রেটে এগিয়ে থাকায়, বাংলাদেশ তাই আছে চারে।

আগামীকাল ভারত খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচে ভারতীয়রা জিতে গেলে সুপার সিক্স শেষ করবে ৬ পয়েন্ট নিয়ে। বাংলাদেশের মতো অস্ট্রেলিয়ারও ম্যাচ বাকি আরব আমিরাতের বিপক্ষে। আর দক্ষিণ আফ্রিকারা শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। যার অর্থ চারটি দলই সুপার সিক্স পর্ব শেষ করতে পারেন সমান ৬ পয়েন্ট নিয়ে। সে ক্ষেত্রে প্রথমেই দেখা হবে সুপার সিক্সে কারা বেশি ম্যাচ জিতেছে। জয়ের সংখ্যাও সমান হয়ে গেলে আসবে নেট রান রেটের হিসাব। যে হিসাবে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ।