ডোমারে কমিউনিটি হেলথ্ কেয়ার প্রভাইডারদের মাতৃ ও শিশুর পুষ্টি এবং শিশু বৃদ্ধি পরিবীক্ষণ রিফ্রেসার প্রশিক্ষণ

আমাদের প্রতিদিন
2024-04-12 14:56:14

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি হেলথ্ কেয়ার প্রভাইডারদের মাতৃ ও শিশুর পুষ্টি এবং শিশু বৃদ্ধি পরিবীক্ষণ রিফ্রেসার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ২৪ জানুয়ারি সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচী পরিচালিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এসিস্ট্যান্ট ডিরেক্টর ডিজিএইচএস ডাঃ হাসিবুর রহমান, কেয়ার বাংলাদেশ প্রোগ্রাম ডিরেক্টর হেলথ্ ড.ইখতিয়ার উদ্দীন খন্দকার, কেয়ার বাংলাদেশ ম্যানেজার ক্যাপাসিটি বিল্ডিং আনিসুর রহমান, এপিএম জানো প্রকল্প রংপুর মাসুদ রানা, এপিএম জানো প্রকল্প নীলফামারী মোছাঃ পরসিয়া রহমান, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মইন উদ্দীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডাঃ আবুল আলা, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ ও স্যানেটারী ইন্সপেক্টর আল-আমিন রহমান প্রমুখ।

অনুষ্ঠানটির আয়োজনে কমিউনিটি বেইজড হেলথ্ কেয়ার (CBHC)এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান(IPHN)এবং সহযোগিতায় জয়েন্ট অ্যাকশান ফর নিউট্রিশন আউটকাম প্রজেক্ট (জানো) উল্লেখ্য যে, জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যশনাল এর কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) রংপুর এবং নীলফামারীর জেলার ৭টি উপজেলায় একযোগে পুষ্টির উন্নয়নে সরকারের কাজকে সহায়তা করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।