কিশোরগঞ্জে উন্নত গবাদি পশু পালনে২দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-04-24 08:03:17

কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর  কিশোরগঞ্জে পারিবারিক আয় বৃদ্ধির লক্ষে নির্বাচিত হতদরিদ্র পরিবারের সদস্যবৃন্দদের নিয়ে উন্নত গবাদি পশু(ছাগল)পালনের উপর-২দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।২৪-২৫ জানুয়ারি মঙ্গল ও বুধবার  কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে টাউন কমপ্লেক্স কমিউনিটি সেন্টার এ  প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ প্রদান করেন,উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা  সুজন কুমার সরকার।এ সময়ে তিনি ছাগল পালনের বাসস্থান,চিকিৎসা,টিকা,খাদ্য অভ্যাস, পরিচর্যা,ইত্যাদি বিষয়ে অংশগ্রহণকারী২৩জন নির্বাচিত হতদরিদ্র পরিবারের সদস্যবৃন্দদের প্রশিক্ষণ প্রদান করেন।আরো উপস্থিত ছিলেন,প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টা প্রমুখ।