আইসিবির মুনাফা কমেছে ৬৭ শতাংশ

আমাদের প্রতিদিন
2024-04-30 11:20:25

ঢাকা অফিস:

রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থা আইসিবির মুনাফা কমেছে অনেক। চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর) প্রতিষ্ঠানটির মুনাফা আগের হিসার বছরের একই সময়ের তুলনায় কমেছে প্রায় ৬৭ শতাংশ। দ্বিতীয় প্রান্তিক অক্টোবর-ডিসেম্বর সময়কালে মুনাফা কমেছে সাড়ে ৫৭ শতাংশ।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রকাশিত অর্ধবার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইসিবির কর্মকর্তারা বলছেন, শেয়ারবাজারের স্থবিরতার কারণে প্রতিষ্ঠানটি ভালো শেয়ার ব্যবসা করতে পারেনি। বিশেষত মাসের পর মাস সিংহভাগ ভালো ও বড় কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে পড়ে থাকায় ক্রেতা সংকট তীব্র হয়েছে শেয়ারবাজারে।

মুনাফা কমার কারণ হিসেবে প্রতিবেদনে আনুষ্ঠানিক ব্যাখ্যায় আইসিবি জানিয়েছে, শেয়ার বিক্রি থেকে 'ক্যাপিটাল গেইন' বা মূলধন বৃদ্ধিজনিত মুনাফা ব্যাপক পরিমাণে কমার কারণে উল্লেখযোগ্য পরিমাণে ইপিএস কমেছে।তবে মুনাফায় এমন পতনের নেতিবাচক প্রভাব আইসিবির শেয়ারদরে পড়ার সুযোগ নেই।

গত বছরের ২০ অক্টোবর শেয়ারটির দর এর ফ্লোর প্রাইস ৮৭ টাকা ৬০ পয়সায় নামার পর থেকে এখন পর্যন্ত ওই দরেই আছে। তবে লেনদেন নেমেছে তলানিতে। গতকাল এ দরে মাত্র ১ হাজার ১৭৬টি শেয়ার ১ লাখ ৩ হাজার টাকায় কেনাবেচা হয়েছে।

আইসিবির অর্ধবার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী সর্বশেষ প্রান্তিকে আইসিবির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩০ পয়সা, যা আগের বছরে একই সময়ে ছিল ৯৮ পয়সা। আর হিসাব বছরের প্রথম ছয় মাসে ইপিএস ৫৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬৬ পয়সা। বর্তমানে ১০ টাকা অভিহিত মূল্যের আইসিবির মোট শেয়ার রয়েছে ৮৪ কোটি ৬১ লাখ।

গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে এ প্রতিষ্ঠানের নিট মুনাফা হয়েছে ২৫ কোটি টাকার কিছুটা বেশি, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল প্রায় ৮৩ কোটি টাকা। অন্যদিকে, গত ছয় মাসে নিট মুনাফা হয়েছে সাড়ে ৪৬ কোটি টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৪০ কোটি টাকার বেশি।