চিলমারীতে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-04-15 16:56:26

আলমগীর হোসাইন, চিলমারী(কুড়িগ্রাম):

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণী/এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১ফেব্রুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে উদ্বোধনী ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রুকুনুজ্জামান শাহীন।

কলেজের অধ্যক্ষ মো.জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান,উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল করিম লিচু, উপাধ্যক্ষ মোছাঃ নাছিমা রব্বানী,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী,থানাহাট ইউপি চেয়াম্যান আব্দুর রাজ্জাক মিলন,রমনা মডেল ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আকা,চিলমারী মডেল থানার ওসি তদন্ত মুশাহেদ খান প্রমুখ।

এসময় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুষ্ঠানে ভার্চুয়ালী যোগদান করে মূল্যবান বক্তব্য রাখেন,কলেজটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাবেক সাংসদ মো.গোলাম হাবিব দুলাল।

সহকারী অধ্যাপক আব্দুর রহমান রতনের সঞ্চালনায় নবাগত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসে বক্তব্য রাখেন,সহকারী অধ্যাপক মো.আব্দুল আজিজ, মিজানুর রহমান নাসিম,ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী নিশাত তাসনিম নিসা,দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী শামিমা আক্তার সাম্মি,নবাগত একাদশ শ্রেণীর শিক্ষার্থী ববিতা আক্তার প্রমুখ।

আলোচনসভার শুরুতে অতিথি বৃন্দ নবাগত ২০২২-২৩ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের ৩জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও ১জন শিক্ষার্থী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।