পীরগাছায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-04-19 15:33:10

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন, স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় দিনব্যাপী পালিত হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৩। গতকাল শনিবার সকালে স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল। প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হক সুমনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সিরাজুল হক, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জোবাইদুল কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম, উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ মোহাম্মদ আলী,  পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, কৈকুড়ী ইউনিয়নের চেয়ারম্যান নুর আলম মিয়া, প্রেসক্লাব সভাপতি তোজাম্মেল হক মুন্সি, উপজেলা খামারী এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোফাজ্ঝল হোসেন রিপনসহ অনেকে। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন। মেলায় বিদেশী জাতের পাখি, এক গাভীর দুই বাছুর, ছাগলের ৫ বাচ্চা, উন্নত জাতের খাসি, দুম্বা, দেশী-বিদেশী গরুসহ ৫০টি স্টল বসানো হয়। বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরীতে আগত খামারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।