গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে কৃষক পরিবার

আমাদের প্রতিদিন
2024-04-20 22:41:00

গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের হামলা ও জোরপূর্বক গাছ কর্তন সহ নানা কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে একটি কৃষক পরিবার। গ্রামবাসীরা জানান, জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের হাবিবপুর গ্রামের মৃত নইমুদ্দিন প্রধানের ছেলে কৃষক মোজাফ্ফর রহমান প্রধানের সাথে প্রতিবেশী জামাল হোসেন প্রধানের ছেলে শাহিন প্রধানের দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত নানা বিষয়ে বিরোধ ও মামলা মোকর্দ্দমা চলে আসছে। এ বিষয়ে বহুবার গ্রাম্য শালিশ হলেও কোন সুরাহা হয়নি। মোজাফ্ফর রহমান সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ২৩ ফেব্রুয়ারীএ নিয়ে শাহিন প্রধান তার অন্যান্য সহযোগী সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার জমির চারটি আমগাছ কেটে বিক্রি করে। এসময় তারা নানা ভয়ভীতি প্রদর্শন করে। বিষয়টি গোবিন্দগঞ্জ থানায় অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান এবং স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার জন্য দুই পক্ষকে অনুরোধ করেন। অন্যদিকে অভিযুক্ত শাহিন প্রধান গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, আমরা আমাদের নিজের জমির গাছ কেটেছি।