রংপুরে অটোরিকশার আলাদা লেন নির্মাণ ও  হয়রানি বন্ধসহ ১৩ দফা দাবিতে মানববন্ধন

আমাদের প্রতিদিন
2024-04-25 12:53:36

নিজস্ব প্রতিবেদক:

রংপুর নগরীতে অটোরিকশা ও  চার্জার রিকশার ভাড়া বৃদ্ধি, আলাদা লেন নির্মাণ, পুলিশের হয়রানি বন্ধ করাসহ ১৩ দফা দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ  মঙ্গলবার দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মহানগর অটোরিকশা, চার্জার রিকশা-ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মমিন মিয়া, সিনিয়র সহ-সভাপতি নুরুল হক, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আকবর হোসেন ও সাধারণ সম্পাদক শ্যামল বাবু প্রমুখ।

মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সাথে সংগতি রেখে অটোরিকশা, চার্জার রিকশা-ভ্যানের ভাড়া বৃদ্ধি করে নগরীর বিশেষ বিশেষ স্থানে ভাড়া তালিকা এবং পার্কিংয়ের ব্যবস্থা করা, এসব পরিবহনের মামলা অথবা জরিমানা সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করা, সিটি করপোরেশনের অর্থায়নে চালকদের প্রশিক্ষণের মাধ্যমে লাইসেন্স প্রদান করার দাবি জানান। এছাড়াও শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করে নিরাপত্তা জোরদার করা, নগরীর যানজট নিরসনে আলাদা লেন তৈরি করা, আইনশৃঙ্খলা কমিটির সভায় অটোরিকশা, চার্জার রিকশা-ভ্যান শ্রমিকদের কথা বলার সুযোগ দেওয়া, অটোরিকশা, চার্জার রিকশা-ভ্যান চুরি, ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খখলা বাহিনীর তৎপরতা বাড়ানো, সিটি করপোরেশনের উদ্যোগে যানজট নিরসন কর্মী নিয়োগসহ বিভিন্ন দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সংগঠনটির নেতৃবৃন্দ হুশিয়ারি দেন।

এতে মহানগর অটোরিকশা, চার্জার রিকশা-ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ অটোরিকশা, চার্জার রিকশা-ভ্যান চালক-শ্রমিকরা উপস্থিত ছিলেন।