রংপুরে প্রতিবন্ধী তরুনদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি প্রসঙ্গে আলোচান সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-03-26 18:26:55

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে আনানুষ্ঠানিক খাতে প্রতিবন্ধী তরুনদের  প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কনফারেন্স রুমে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচী আয়োজিত অনানুষ্ঠানিক খাতে প্রতিবন্ধী তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি শীর্ষক পলিসি ডায়ালগ অনুষ্ঠানে উপস্থাপক মোছাঃ সিদরাতুল মুনতাহা আন্নির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ ডবিউ এম রায়হান শাহ, রংপুর সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতেমা, এনডিসি মোঃ দেওয়ান আসিফ পেলে, সহকারী কমিশনার  আব্দুল্লাহ আল ফারুক এবং ফারহান লাবীব জিসান,  জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর সহকারী পরিচালক আমেনা পারভীন , ব্র্যাক জেলা সমন্বয়কারী একেএম জাহেদুল ইসলাম এবং অন্যান্য  সরকারী অফিসের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন  ব্যাংকের ম্যানেজার, বেসরকারী টিভেট প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রতিবন্ধী বিষয়ক প্রতিষ্ঠানের কর্মকর্তা, জেলা চেম্বার্স নেতৃবৃন্দ এবং মার্কেট কমিটির সদস্য।  অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর জেলা  প্রশাসক ড.চিত্রলেখা নাজনীন তার বক্তব্যে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নে সবার এগিয়ে আসার আহন জানান এবং তাদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের কাজের প্রশংসা করেন। অনুষ্ঠানে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচীর ডেপুটি ম্যানেজার আয়শা ইসলাম, ডিভিশনাল ম্যানেজার মো: মাসুদ রানা, এরিয়া ম্যানেজার মো: মফিজুর রহমান, জেলা ব্যবস্থাপক ধর্ম নারায়ন রায় এবং অন্যান্য কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।