রংপুরে দুই দফা দাবিতে সরকারি কলেজ ও বে-সরকারি কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

আমাদের প্রতিদিন
2024-04-10 07:17:43

নিজস্ব প্রতিবেদক:

সরকারি কলেজ ও বে সরকারি কর্মচারী ইউনিয়ন রংপুর বিভাগের  আয়োজনে সরকারি কলেজে কর্মরত বে সরকারি  কর্মচারীদের চাকুরী সরকারি করনের দাবিতে মানববন্ধন। আজ শনিবার সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে ২ দফা দাবি, বে- সরকারি কর্মচারীদের নিয়োগের তারিখ হতে সরকারি করণ করতে হবে, সরকারি করনের পুর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেলে  বেতনভাতাদি প্রদান করতে হবে। দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধনে  রংপুর বিভাগের বিভাগীয় সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর রংপুর কারমাইকেল কলেজের কর্মচারী ও  রংপুর বিভাগের সাধারণ সম্পাদক মোঃ আজাহার আলী, সাংগঠনিকর সম্পাদক মোঃ সাহেবুল ইসলাম, রংপুর বিএড কলেজের অফিস সহকারি সাজু মিয়া, কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন  কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান, ঠাকুরগার সরকারি কলেজের কর্মচারী মোঃ মাসুদ,  কৃড়িগ্রাম সরকারি কলেজে কর্মচারী নন্দান কুমার রায়,  গাইবান্ধা সরকারি কলেজের কর্মচারী রিগেন খান, সরকারি বেগম রোকেয়া কলেজের কর্মচারী মনিরা খাতুন, কারমাইকেল কলেজের কর্মচারী রতœা বেগম, কারমাইকেল কলেজের প্রিন্সিপাল মহদয়ের ড্রাইভার মোঃ মনিরুজ্জামান সহ অন্যান্য কর্মচারীবৃন্দ। মানববন্ধনে সভাপতি মোঃ আব্দুল মতিন বলেন, রংপুর বিভাগ সহ সমগ্র বাংলাদেশের সরকারি কলেজে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেনীর বে সরকারি কর্মচারীদের চাকুরী সরকারি করনের প্রয়োজনিয় ব্যাবস্থা গ্রহন না করিলে রংপুর বিভাগ সহ সারাদেশে বৃহত্তর কর্মসুচী গ্রহন করা হবে।