রংপুরে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন

আমাদের প্রতিদিন
2024-04-18 17:02:48

নিজস্ব প্রতিবেদক:

বিআরটিএ রংপর সার্কেলের আয়োজনে ও রংপুর জেলা প্রশাসকের সহযোগিতায় স্মাট বাংলাদেশ বিনির্মানে বিআরটিএ’র উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আজ সোমবার সকাল ১১ টায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজানীন। অনুষ্ঠানে বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক ফারুক আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ  রেজাউল করিম, বিআরটিএ  রংপুর বিভাগের উপ-পরিচালক এটিএম জালাল উদ্দিন। এ সময় প্রধান অতিথি  জেলা প্রশাসক বলেন, এর আগে কি হয়েছে, কেমন করে হয়েছে সেটি এখন অতিত। কেউ কোথাও টাকা দিয়ে থাকলে আমাদের জানাবেন। আমরা বিষয়গুলো খতিয়ে দেখবো। জেলা প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তারা এখন স্বচ্ছতার সাথে কাজ করবে। বিশেষ করে তিনি নিজেও লাইসেন্স এর পরিক্ষাগুলো দেখবেন বলে জানান। এতে কোন ব্যতিক্রম ঘটলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।