নাগেশ্বরীতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

আমাদের প্রতিদিন
2024-03-28 03:28:58

নাগেশ্বরী (কুড়িগ্রাম)প্রতিনিধি: 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারি-বেসরকারি অফিস, সংস্থা, সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যা নিকেতন। অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে সরকারীভাবে প্রকাশিত বিভিন্ন দলিল প্রদর্শন, দেশাত্মক গান, দেশ গানে নৃত্য, কুইজ ও বক্তব্য প্রতিযোগিতা। বিভিন্ন আয়োজনে মঙ্গলবার সকালে প্রত্যাহিক সমাবেশ শেষে প্রধান শিক্ষক আব্দুল হাকিমের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করে শিক্ষক-শিক্ষার্থী। পরে বিদ্যালয়ের দেয়ালে সেটে দেয়া বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে সরকারিভাবে প্রকাশিত বিভিন্ন দলিল প্রদর্শিত হয়। এরপর বিদ্যালয় হলরুমে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কুইজ ও ঐতিহাসিক ৭ মর্চের বক্তব্য প্রতিযোগিতা। চলে দেশগান, দেশগানে নৃত্য। পরে প্রধান শিক্ষক আব্দুল হাকিমের সভাপতিত্বে আলোচনাসভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।