পার্বতীপুরে অবস্থিত ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনাল পরিদর্শন করলেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

আমাদের প্রতিদিন
2024-04-18 21:36:36

ভারত বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইন

মুসলিমুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) :

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ শুক্রবার (১০ মার্চ ) দুপুরে পার্বতীপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন  ভারত থেকে পাইপলাইনে আসা জ্বালানি তেলের রিসিপ্ট টার্মিনাল প্রকল্প এলাকা ছাড়াও কন্ট্রোল রুম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. খাইরুজ্জামান মজুমদার, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (সচিব) এ.বি.এম আজাদ, পেট্রো বাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, অতিরিক্ত সচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পরে পার্বতীপুরে কর্মরত ভারত -বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইন প্রকল্পে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এতে সভাপত্বি করেন দিনাজপুরের জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকি। বিশেষ অতিথি হিসেবে পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র আমজাদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে নসরুল হামিদ বলেন, ১৮মার্চ শনিবার দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল আনুষ্ঠানিক উদ্বোধনের পর ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে  সরাসরি জ্বালানি তেল আসবে দিনাজপুরের পার্বতীপুরে। ফলে অল্প সময়ে এবং স্বল্প ব্যয়ে নিরাপদে উত্তরাঞ্চলসহ দেশব্যাপি জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে। বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, এ প্রকল্পের ফলে উত্তরাঞ্চলের মানুষ পর্যাপ্ত জ্বালানি তেল (ডিজেল) ছাড়াও আগামী এক’শ বছর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে। সেই সাথে ভারতের সাথে বাংলাদেশের চলমান সম্পর্ক আরও উন্নত হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।