পীরগাছায় স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন

আমাদের প্রতিদিন
2024-04-18 12:56:37

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আয়োজনে রংপুরের পীরগাছায় স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার কৈকুড়ী ইউনিয়নের চালুনিয়া শাহ ইছাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় রুমে এ কর্মসূচি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস ছালামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কানিজ সাবিহা, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সী ও বিদ্যালয়ের সভাপতি শাহ আখতার হোসেন রুমি।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, সিনিয়র সাংবাদিক শাহ কামাল ফারুখ লাবু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক এসএমএস জামিল হোসেনসহ শিক্ষার্থী, অভিভাবক, গভর্ণিং বডির সদস্যবৃন্দ।

আলোচনা শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ওই বিদ্যালয়ের ১৮৫জন শিক্ষার্থীকে আইডি কার্ড প্রদানসহ দুধ পান করানো হয়।