ভূরুঙ্গামারীর সোনাহাট ভূমি বোটানিক্যাল গার্ডেনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আমাদের প্রতিদিন
2024-04-25 08:21:29

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ভূরুঙ্গামারীতে জনবান্ধব অভ্যর্থনা,সেবা কেন্দ্র ও সোনাহাট ভূমি বোটানিক্যাল গার্ডেনের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার সোনাহাট ভূমি অফিসে এ আধুনিক মানের জনবান্ধব অভ্যর্থনা, সেবাকেন্দ্র ও বোটানিক্যাল গার্ডেনের শুভ উদ্বোধন করা হয়। এ সময় ইউএনও দীপক কুমার দেব শর্মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, প্রধান শিক্ষক আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান লিটন, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,ভারতীয় সীমান্ত ঘেষা সোনাহাট ভূমি অফিসটির ২.৭৯ একর নিজস্ব জায়গার মধ্যে রয়েছে এতে একটি বিরাট পুকুর, খেলার মাঠ, কলাবাগান, পাশেই রয়েছে পরিত্যক্ত জায়গা। এসকল জায়গা নয়নাভিরাম ও দৃষ্টি নন্দন করার জন্য লাগানো হয়েছে বিভিন্ন জাতের ফুল ও ফলের গাছ। ওই দিন ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসক সরকারী সফরে আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন, আমার বাড়ি আমার খামার সমিতি উঠান বৈঠকে যোগদান,পাটেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণী কক্ষে শিক্ষার মান যাচাই করণ ও পরিদর্শন,পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ্যালয় ও মাল্টিমিডিয়া ক্লাশরুম পরিদর্শন এবং কয়েকটি ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় সফর সঙ্গি ছিলেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, ইউএনও দীপক কুমার দেব শর্মা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম ।