পীরগাছায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

আমাদের প্রতিদিন
2024-04-23 18:17:19

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হক সুমন প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুজ্জামান সোহেল, সঞ্জয় কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুছ ছালাম, ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, প্রেসক্লাব সভাপতি তোজাম্মেল হক মুন্সি, সাধারন সম্পাদক তাজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের ৪ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি বীজ এবং ৮০০ কৃষককে পাট বীজ প্রদানের উদ্বোধন করা হয়।