ডিমলায় উপ-নির্বাচনে এ,এইচ,এম ফিরোজ সরকার (নৌকা) প্রতীকে বিজয়ী

আমাদের প্রতিদিন
2024-04-19 14:04:18

হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী):

নীলফামারীর ডিমলায় উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ,এইচ,এম ফিরোজ সরকার বিজয়ী হয়েছেন।

উপ- নির্বাচন উপলক্ষে পুরুষ ও মহিলা ভোটাররা সকাল সাড়ে ৮টা হইতে বিকাল  সাড়ে ৪ টা পর্যন্ত নিজ নিজ পছন্দনীয় প্রার্থীকে নির্ভয়ে ভোট প্রদান করে। দিনব্যাপি কোথাও কোন অপ্রীতিকর বিশৃংখলা ছাড়াই ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবি, প্রিজাইডিং অফিসার, পোলিং, পুলিশ ও আনছার বাহিনীর সদস্যরা সুষ্ঠ ভাবে ভোট পরিচালনা করে। স্থানীয় সংবাদকর্মীগন সার্বক্ষনিক নির্বাচন পর্যবেক্ষন করেন। ভোট গ্রহন শেষে  দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করে।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ,এইচ,এম ফিরোজ সরকার ৯৬২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিটতম প্রতিদ্বন্দী উৎপল কুমার সিংহ রায় চশমা প্রতীক পেয়েছেন ৭৩৭৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৭৮৪ ভোট ও  স্বতন্ত্র প্রার্থী মজিব উদ্দিন মটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩২৮ ভোট।

উপ- নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৩ শত ৫৯, মোট কাষ্টিং ভোট ১৮ হাজার ১ শত ১০, শতকরা ৫০% ভোট।

নব-নির্বাচিত চেয়ারম্যান এ,এইচ,এম ফিরোজ সরকার প্রয়াত সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সরকারের বড় ছেলে এবং নীলফামারী-১ সংসদীয়  আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারের আপন ভাতিজা।

এ বিষয়ে উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল আলম জানান, উপ- নির্বাচনে ১৬ মার্চ (বৃহস্পতিবার) নির্বাচনে কেন্দ্রে বা কেন্দ্রের আশপাশে কোন বিশৃংখলা ও সহিংশতা ছাড়াই স্বত্বস্ফুর্ত, শান্তিপূর্ণ, সুষ্ঠ, অবাধ,নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।