কয়েক শতাধিক মুসল্লির একসাথে জুম্মার নামায আদায়: পৌর মেয়র মিষ্টি বিতরণ

আমাদের প্রতিদিন
2024-04-19 14:32:07

কুড়িগ্রামে মডেল মসজিদে

কুড়িগ্রাম প্রতিনিধি: 

বৃহস্পতিবার একযোগে তৃতীয় ধাপে সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিকসাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে কুড়িগ্রামেও মডেল মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি তিনি যুক্ত হয়ে দেশের এসব মসজিদের উদ্বোধন করেন।এরপর শুক্রবার সদর উপজেলা শহরের আদর্শ পৌরবাজার এলাকায় নির্মিত দৃষ্টি নন্দন মডেল মসজিদে কয়েক শতাধিক মুসুল্লি একসাথে আনন্দে জুম্মার নামায আদায় করেন।এতে জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব মো:জাফর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মো:মিনহাজুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার মো:রাসেদুল হাসান,পৌর মেয়র কাজিউল ইসলাম,ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকমারুফ রায়হান উপস্থিত মুসল্লিদের মাঝে বক্তব্য রাখেন।মডেল মসজিদ উদ্বোধনের পর প্রথম জুম্মার নামাযে খুতবা পাঠ করেন এবং জুম্মার নামাযে খতিব হিসেবে নামায পরিচালনা করেন কুড়িগ্রাম আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুর বখত।নামায শেষে বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।এরপর পৌর মেয়র উপস্থিত সকল মুসল্লিগণকে মিষ্টিমুখ করান।

এর আগে বৃহস্পতিবার ভার্চুয়ালি এ মডেল মসজিদের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো:পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ,জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী,সদর উপজেলা নির্বাহী অফিসারমো:রাসেদুল হাসান,পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমুখ।