১৮ নং ওয়ার্ডে গণশিক্ষা ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান

আমাদের প্রতিদিন
2024-04-18 02:00:16

নিজস্ব প্রতিবেদক:

গত বৃহস্পতবিার (১৬মারচ) বিকেলে ১৮ নং ওয়ার্ডের কেরানী পাড়া ও মুন্সিপাড়ার মাঝামাঝি বয়স্ক নারীদের শিক্ষা কার্যক্রমের (ইউনিট-৩) শিক্ষর্থীদরে মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেবা প্যাথলজিক্যাল সেন্টারের সহযোগিতায় এবং সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরাম রংপুর পরিচালিত ইউনটি -৩ এর প্রায় র্অধশতাধিক মধ্য ও বয়স্ক নারী শিক্ষার্থী চিকিৎসা গ্রহণ করনে।

চিকিৎসা প্রদান করনে ব্যাথা,প্যারালাইসিস, ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডা.মো. জুবায়েদ করিম(পিটি)।এ সময় উপস্থতি ছিলেন সংগঠনরে সভাপতি সাংবাদিক এস এম পিয়াল , সিনিয়র সহ-সভাপতি মো. আজিজউল্লাহ, সহ-সভাপতি প্রফেসর আনোয়ারুল ইসলাম পেয়ারা সাধারন সম্পাদক মো. সহিদুল ইসলাম বাবলু , সাংস্কৃতকি সম্পাদক বাচ্চু কুমার দাস, ১৮ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ফারুক আজিজ পল্লব, সাংবাদকি সাহিনুর সরকার (সাহীন), রমজান আলী, চিকিৎসকের সহকারী মো.আনোয়ারুল ইসলাম রানা। কেন্দ্রের শিক্ষিকা সুরাইয়া খাতুন , ব্যবসাায়়ী কাশফুল আউলিয়া প্রমূখ। আয়োজকরা জানান, নিরক্ষর ব্যক্তিরা কখনো নিজেদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারেন না। পাশাপাশি তারা নিজেদের এবং পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্য বিষয়ে অধিকাংশ সময়ে উদাসীনতা দেখান। তাই বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ পরিবর্তন ও উন্নয়ন ফোরাম রংপুরের আয়োজনে ‘সোনার মানুষ গড়ি’ কর্মসূচীর অধীনে বিভিন্ন ওয়ার্ডে শিক্ষা ও স্বাস্থ্য কার্যক্রম পরিচালনা করে আসছে।