চোখ অমূল্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান-এ্যাডভোকেট জাহেদ

আমাদের প্রতিদিন
2024-04-18 16:24:31

খবর বিজ্ঞপ্তির:

রংপুরের বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগি রংপুর চক্ষু হাসপাতালের  সম্পাদক এ্যাডভোকেট জাহেদুল ইসলাম সিদ্দিকি বলেছেন, চোখ মানুষের জীবনের অমূল্য সম্পদ। চোখ রক্ষা করতে ভিটমিন ফলমূল ও শাকসবজি খাওয়ার বিকল্প নেই। চোখের সমস্যা দেখা দিলে চোখের ডাক্তারকে দেখিয়ে চক্ষু চিকিৎসা ও চশমা ব্যবহার করতে হবে। খালি চোখে চলাফেরা ও পড়াশোনা করা চোখের উপর পেশার পরে। তাই চোখের সমাস্যা দেখা দিলেই চক্ষু ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা গ্রহন করতে হবে। গ্রামের অসহায় মানুষের পাশে ডাক্তার ও বিত্তবানদের এগিয়ে আসার আহহ্বান জানান।আজ রোববার সকালে দিনব্যাপি রংপুর চক্ষু হাসপাতাল ও মানবিক সাহায্য সংস্থা আইকেয়ার ঢাকার যৌথ উদ্দ্যোগে বিনা মূল্যে চক্ষু শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাহিগঞ্জ থানার ৩৩ নং ওয়ার্ড আজিজুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় ও চক্ষু শিবিরে সভাপতিত্ব করেন আজিজুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান। অনুষ্ঠানে শূভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর চক্ষু  হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বুলবুল আহমেদ। সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ সঞ্চিতা রানী। মানবিক সাহায্য সংস্থা ঢাকার প্রোগ্রাম অফিসার আহসাব ফেরদৌস। বক্তারা অন্ধত্ব প্রতিরোধে সবাইকে সচেতন হবার আহ্বান জানান। সভার শুরুতে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। স্বাধীনতা অর্জনের মার্চ মাসে স্বাধীনতা যুদ্ধে যারা আত্মহতি দিয়েছেন তাদের স্মৃতির প্রতি বিনর শ্রদ্ধা জানানো হয়। এ সংস্থা রংপুরের বিভিন্ন  পল্লি এলাকায় ২৫টি চক্ষু ক্যাম্প, ২০ হাজার লোকের চক্ষু চিকিৎসা, ২২ শত ছানি পরা লোকের চিকিৎসা সেবা ও ৫ হাজার বিনা মূল্যে চশমা বিতরন করেন। আগামীতে এর পরিধি আরো বাড়ানো হবে বলে জানান। রংপুর সিটি  কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সিরাজুল ইসলাম বলেন এধরনের চক্ষু শিবির অত্যান্ত ভালোকাজ। এ কার্যক্রম অব্যাহত থাকলে অন্ধত্বের সংখ্যা কমে আসবে। আগমীতে এধরনের অনুষ্ঠান করার আহ্বান জানান। এ চক্ষু শিবিরে এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।