পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-04-18 07:17:08

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল রোববার হল রুমে বিভিন্ন হাট-বাজারের ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র  মাহাবুবার রহমান মঞ্জু, প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, সচিব উম্মে ফাতিমা, প্রধান রাজস্ব কর্মকর্তা  জয়শ্রী রানী রায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহমুদ হাসান মৃধা, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোঃ এস.এম হাবিবুল হাসান, বস্তি উন্নয়ন কর্মকর্তা  সেলিম মিয়া, কাউন্সিলর  লিটন পারভেজ, রফিকুল আলম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোছাঃ আফসানা পারভীন, সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোস্তফা কামাল, রংপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম কাদেও আনছারী, ধাপ সিটি বাজারের সাধারণ সম্পাদক এস.এম তারিকুল ইসলাম, মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ টিটু, কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়াসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য ক্রয় সীমার মধ্যে রাখা, সাধারণ মানুষের সুবিধা অনুযায়ী ২৫০ গ্রাম মাংস বিক্রিয় করা ও ভালো মাংস প্রদানের বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও মাছ ও মুরগীসহ প্রতিটি পণ্যের গুণগতমানসহ ন্যায্য মূল্য পণ্য বিক্রি, পণ্যের নামসহ মূল্য তালিকা প্রদান, বিশুদ্ধ খাদ্য বিক্রি, নিজ নিজ বাজার গুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, পচাঁ ও বাশি খাবার বিক্রি না করারসহ নগরবাসির নানাবিদি বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।