ডিমলায় ধান বীজ ও রাসায়নিক সার বিতরন

আমাদের প্রতিদিন
2024-04-15 12:16:36

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় বিনামুল্যে কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। বুধবার (২২ মার্চ) সকাল ১১ টায় ডিমলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা শেষে এসব বিতরন অনুষ্ঠিত হয়। এতে কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, ভাইচ চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইচ চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দিকা প্রমুখ। এসময় ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি উচ্চ ফলনশীল ধানবীজ, বিএডিসির ২০ কেজি ডিএপি সার বিতরন করা হয় এবং ১ হাজার কৃষকদের মাঝে ১ কেজি করে পাট বীজ বিতরন করা হয়। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা রবি মৌসুমে প্রণোদনার বিনামুল্যে বীজ ও সার পেয়ে অত্যন্ত খুশি