হাতীবান্ধায় গনহত্যা দিবস পালিত হয়েছে

আমাদের প্রতিদিন
2023-10-03 16:49:47

লালমনিরহাট (হাতীবান্ধা) প্রতিনিধি:

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা প্রশাসনের উদ্যোগে গনহত্যা দিবস পালিত হয়েছে। আজ (২৫ মার্চ) শনিবার দুপুরে গনহত্যা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনেয়ে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, হাতীবান্ধা থানা কর্মকর্তা ওসি শাহআলম, সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, ডাইয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ও সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার,সাংবাদিক আসাদুজ্জামান সাজু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।