খোলাহাটি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ছাত্র-ছাত্রীদের শিরাভরন, কোমর বন্ধনী ও নেম প্লেট পরিবর্তন অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-04-20 18:39:26

 

মুসলিমুর রহমান, (পার্বতীপুর) দিনাজপুর:

পার্বতীপুরের হাসিনা নগরে “খোলা হাটি নার্সিং ইনস্টিটিউটের” শিক্ষার্থী ছাত্র ছাত্রীদের নবীন বরন,শিরাভরন,কোমর বন্ধনী ও নেম প্লেট পরিবর্তন অনুষ্ঠঠিত হয় গত বৃহষ্পতিবার বিকেলে।  এতে প্রধান অতিথি ছিলেন  রংপুর ২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক,পার্বতীপুর পৌর সভার মেয়র উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, রংপুর রেজ্ঞেের আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোঃ আব্দুস সামাদ,বদর গজ্ঞ উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট,বদর গজ্ঞ পৌরসভার

মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল। সেই সাথে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রামাণিক তিতু এবংসভাপতিত্ব করেন ইনিস্টিউটের অধ্যক্ষ ডঃ জেরিনা জয়িতা। প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ ডিউক বলেন আজ গ্রাম পর্যায় পর্যন্ত নার্সিং ইনস্টিটিউট গড়ে উঠছে এটি শেখ হাসিনা অবদান। যেখানে প্রাণম্তিক পরিবারের ছেলে-মেয়েরা স্কিল সম্পন্ন লেখাপড়া করতে সক্ষম হচ্ছে। তিনি কোটি টাকা মূল্যের একটি রাসেল ডিজিটাল ল্যাব ও ৪ টি সোলার লাইট প্রদানের ঘোষনা দেন। এসময় পার্বতীপুর উপজেলার চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক বলেন যে শিক্ষার্থী টাকার অভাবে এই প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারবে না তার ব্যাপারে আমার কাছে যাবেন এবং তার লেখাপড়া অব্যাহত থাকবে।