গঙ্গাচড়ায় শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-03-28 08:25:25

নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):

রংপুরের গঙ্গাচড়ায় এস.এস.সি,দাখিল ও ভোকেশনাল সমমানের প্রথম দিনের পরীক্ষা উপজেলার ৫টি পরীক্ষা কেন্দ্র ও ১ভেন্যু কেন্দ্রে' শান্তিপূর্ণভাবে নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) উপজেলার গঙ্গাচড়া সরকারি মডেল  উচ্চ বিদ্যালয়, হাজী দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়, ধনতোলা আর ইউ স্কুল ও কলেজ, ঠাকুড়াদহ স্কুল ও কলেজ, এবং ভেন্যু কেন্দ্র হিসেবে গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার শুরু থেকেই কেন্দ্র গুলো পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম বলেন, উপজেলায় এস.এস.সি,দাখিল ও ভোকেশনাল সমমানের  পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২ হাজার ৯ শ ৮৪ জন আর পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ২ হাজার ৯ শ ৩৬ জন, অনুপস্থিতির সংখ্যা ৪৮ জন। এর মধ্যে এসএসসিতে ২১ জন, কারিগরি (ভোকেশনাল) ৩ জন ও দাখিল পরীক্ষার্থী ২৪ জন অনুপস্থিত ছিলেন।