রংপুরে ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল চেকিং: দুই যুবক আটক

আমাদের প্রতিদিন
2024-04-24 11:32:23

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল চেকিং করার সময় ২ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। রোববার সন্ধ্যায় রংপুর মহানগরীর পশুরাম থানার ফুল আমের তল এলাকায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার চকমামরপুর কাজিবাড়ি এলাকার মোখলেছুর রহমানের পুত্র মেহেদি হাসান সাগর (২৮) এবং একই এলাকার জয়নাল আবেদীন পুত্র হিরু মিয়া (২৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন। তিনি জানান, আটককৃতরা সোমবার সন্ধ্যায় নগরীর পশুরাম থানা এলাকার ফুল আমের তল দিয়ে যাতায়াতকারী মোটরসাইকেলগুলো ডিবি পুলিশ পরিচয়ে আটক করে চেকিং করছিল। এর মধ্যে রংপুরগামী মিয়া মোহাম্মদ সুজন নামের এক ব্যবসায়ীর বাইক আটক করে চেকিং করতে চাইলে তার সন্দেহ হয়। সাথে সাথে তিনি ও তার সাথে থাকা ২ আরোহী তাদের চ্যালেঞ্জ করেন। এক পর্যায়ে সেখানে জনতা উপস্থিত হলে তাদের কাছে স্বীকার করেন তারা ভুয়া পরিচয় দিয়েছে। এর মধ্যে খবর পেয়ে সেখানে হাজির হয় পুলিশ। উত্তেজিত জনতা তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেয়ার কথা স্বীকার করেছে। এরা একটি সিন্ডিকেট। বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় গিয়ে বাইক আটকসহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করে থাকে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।