৮৭ দিন অনশনের পর মারা গেছেন ফিলিস্তিনি নেতা

আমাদের প্রতিদিন
2024-04-18 06:23:47

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের কারাগারে অনশনরত ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের নেতা খাদের আদনান মারা গেছেন। ৮৭ দিন অনশনের পর মঙ্গলবার তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে, আদনানের মৃত্যুর ঘটনায় বিক্ষোভে নেমেছে ফিলিস্তিনিরা। তবে অবরুদ্ধ পশ্চিম তীরের আরাবেহ শহরে আদনানের স্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন, তার স্বামীর মৃত্যু ‘গর্বের’। তাই তাদের বাড়িতে কোনো শোক হবে না।

বিনা বিচারে ফিলিস্তিনিদের আটক রাখার প্রতিবাদে ২০১১ সাল থেকে তিন দফায় অনশন করেছেন খাদের আদনান। ২০১৫ সালে তিনি ৫৫ দিন অনশন করেছিলেন।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার আদনানকে তার সেলে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

আদনানের মৃত্যুর ঘটনায় হাজার হাজার ফিলিস্তিনি গাজার রাস্তায় নেমে বিক্ষোভ করেছে।

আদনানের স্ত্রী রান্ডা মুসা বলেছেন, তার স্বামীর মৃত্যু ‘গর্বের’

তিনি বলেছেন, ‘আমি আশা করেছিলাম, তিনি আজ আমাদের সাথে থাকবেন, ... কিন্তু আল্লাহর কাছ থেকে তার ভাগ্য ছিল যে তিনি শহীদ হবেন। এটি একটি শোকের ঘর হবে না। আমরা কেবল তাদেরই স্বাগত জানাব, যারা আমাদের অভিনন্দন জানাতে চান।’