৫ মাসে রাশিয়ার ১ লাখের বেশি সেনা হতাহত

আমাদের প্রতিদিন
2024-04-26 21:36:52

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে মাত্র পাঁচ মাসের লড়াইয়ে এক লাখের বেশি রুশ সেনা হতাহত হয়েছে। এদের মধ্যে ২০ হাজারেরও বেশি সেনা নিহত এবং ৮০ হাজারের বেশি সেনা আহত হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সোমবার জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের নৃশংস পরিখা যুদ্ধে বেশিরভাগ সেনা নিহত হয়েছিল।

তিনি বলেন, ‘দোননবাসে রাশিয়ার আক্রমণের প্রচেষ্টা, মূলত বাখমুতে ব্যর্থ হয়েছে ... রাশিয়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোনো অঞ্চল দখল করতে পারেনি।’

ইউক্রেন যুদ্ধের প্রথম দিকে রাশিয়া যে পরিমান ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, শুধুমাত্র বাখমুত দখলের লড়াইয়ে তারচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। নতুন মার্কিন পরিসংখ্যান সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। এছাড়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার মোট ক্ষয়ক্ষতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতিকেও ছাপিয়ে গেছে বলে জানিয়েছেন কিরবি।