এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ পরীক্ষার্থী বহিস্কার পরীক্ষা দিতে আসেনি ২৩৬১ জন

আমাদের প্রতিদিন
2024-03-26 09:26:49

দিনাজপুর প্রতিনিধি :

এসএসসি পরীক্ষায় অংশগ্রহনের জন্য ফরম পুরণ করেও বাংলা দ্বিতীয় পত্রে গতকাল মঙ্গলবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২৭৭টি কেন্দ্রে পরীক্ষা দিতে আসেনি ২ হাজার ৩৬১ জন পরীক্ষার্থী। আর গতকালের এই পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নীলফামারীতে বহিস্কার হয়েছে একজন পরীক্ষার্থী। দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মানিক হোসেন এ তথ্য জানান। এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তিনি জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে গতকাল উপস্থিত হওয়ার কথা ছিলো মোট ১ লাখ ৭৬ হাজার ১৪২ জন পরীক্ষার্থী। কিন্তু পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৩ হাজার ৭৮১ জন পরীক্ষার্থী। ২ হাজার ৩৬১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলো। এদের মধ্যে দিনাজপুর জেলার ৬০ টি পরীক্ষা কেন্দ্রে ৩৬ হাজার ১২৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৪২২ জন, ঠাকুরগাঁও জেলার ২৪টি কেন্দ্রে ১৭ হাজার ৩৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৩৮৭ জন, পঞ্চগড় জেলার ২২টি কেন্দ্রে ১২ হাজার ৪৫০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১৭৫ জন, রংপুর জেলার ৫০টি কেন্দ্রে ৩২ হাজার ৩৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৩২৯ জন, গাইবান্ধা জেলার ৪০টি কেন্দ্রে ২৪ হাজার ২০২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৩৩৫ জন, নীলফামারী জেলার ২৭টি কেন্দ্রে ২০ হাজার ৩১১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ২৩১ জন, কুড়িগ্রাম জেলার ৩৪ টি কেন্দ্রে ১৯ হাজার ৩৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ২৯১ জন এবং লালমনিরহাট জেলার ২০টি কেন্দ্রে ১৩ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১৯১ জন।

শিক্ষা বোর্ড সুত্রে জানাযায়, গতবছরের তুলনায় এসএসসি’র বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা বেড়েছে। গতবছর এই বিষয়ে অনুপস্থিত ছিলো ১ হাজার ৮৭২ জন, আর এবার একই পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ২ হাজার ৩৬১ জন।

সুত্রটি আরও জানায়, এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে গতকাল দিনাজপুর শিক্ষা বোর্ডের ২৭৭টি কেন্দ্রেই শান্তিপুর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নীলফামারী জেলায় একজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।