নবাবগঞ্জে ব্যাঙ সংরক্ষন দিবস পালিত

আমাদের প্রতিদিন
2024-04-15 06:12:06

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

পরিবেশের উপকারী প্রাণী ব্যাঙ। কিন্তু জলবায়ুর পরিবর্তন, কৃষি জমিতে কীটনাশকের ব্যবহার, জলাভুমি ও বনভুমি কমে যাওয়া সহ নানা কারণে ব্যাঙ বিলুপ্ত না হলেও দিন দিন কমে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে ব্যাঙের নিরাপদ আবাস। পরিবেশের উপকারী এই ব্যাঙ সংরক্ষনে শিশুদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ১৫ তম বার্ষিক ব্যাঙ সংরক্ষন দিবস পালন করা হয়েছে।

আজ বুধবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের মুল সড়ক প্রদক্ষিন করে। পরে নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, শিশুদের অংশ গ্রহনে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, ব্যাঙ দৌড় অনুষ্ঠিত হয়।

সভায় নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রজিফা সুলতানা, সরকারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সাংবাদিক সুলতান মাহমুদ, মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সম্বনয়ক তানিয়া আক্তার সহ আরও অনেকেই বক্তব্য দেন। বক্তারা ব্যাঙ সংরক্ষনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহŸান জানান।