পার্বতীপুরে ট্রাকের চাপায় একই পরিবারের দুজন নিহত

আমাদের প্রতিদিন
2024-04-05 15:22:12

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন স্থানে আজ  বুধবার (০৩ মে) সকালে এক দূর্ধর্ষ  সড়ক দূর্ঘটনায় ঘটনা স্থলেই একই পরিবারের দুজন নিহত হয়েছেন। নিহত দুজন খালু-ভাগ্নে সম্পর্কের। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল প্রায় পৌনে ৭টার দিকে ঢাকা থেকে আগত হোন্ডা শো-রুমের হোন্ডা পরিবাহী একটি ট্রাক(ঢাকা মেট্রো ট-১৩-৫৮২০) বিপরীত দিক থেকে ফুলবাড়ীর দিকে যাওয়া ভ্যানকে মাড়িয়ে দিলে ঘটনা স্থলে খালু আবু কালাম (৬০) ও ভাগ্নে আশরাফুল হক (২৪) নিহত হন। উপস্থিত লোকজন সন্নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকগণ দুজনকে মৃত ঘোষনা করেন। জানা যায়, ডোমারের হোন্ডা শো-রুমের মালামাল নিয়ে ঢাকা থেকে ডোমার যাওয়ার পথিমধ্যে পার্বতীপুরে এই দূর্ঘটনাটি ঘটে। সূত্র জানায়, দূরপাল্লার যাত্রা পাড়ি দেওয়ায় ড্রাইভার তন্দ্রাচ্ছন্ন হওয়ায় দূর্ঘটনাটি ঘটিয়ে ফেলেছে। ড্রাইভার গ্রেফতার হয়েছে। গ্রেফতার কৃত রিয়াজুল ইসলাম দিনাজপুর জেলা সদরের মির্জাপুর ৪নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে। হেলপার পলাতক রয়েছে। নিহত আবু কালাম ও আশরাফুলের বাড়ি পার্বতীপুর শহরের ধূপিপাড়া মহল্লায়। তারা দুজনে পলিথিন,ফেলনা কাগজপত্র ও ভাংড়ির মালামাল সংগ্রহ করে জীবীকা নির্বাহ করত। এরই ধারাবাহিকতায় মালামাল সংগ্রহে তারা ফুলবাড়ী উপজেলায় যাচ্ছিল। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় নিহতদের সজ্জন নজরুল ইসলাম(৪২) বাদী হয়ে সড়ক দূর্ঘটনা জনিত একটি হত্যা মামলা দায়ের করেছেন। খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে এসআই দিনেশ চন্দ্র বর্মন লাশের সুরত হাল তৈরী করে ময়না তদন্ত ছাড়াই আন্তীয়দের কাছে লাশ হস্তান্তর করেছেন। এই সংবাদ পাঠানো প্রর্যন্ত নিহতদের পরিবারে বুকফাটা আহজারি ও শোকের মাতম চলছিল। স্বজনদের গগণ বিদারী কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। এসআই দিনেশ চন্দ্র বর্মনের সাথে কথা হলে জানান, ড্রাইভারকে গ্রেফতার ও ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ডোমারের হোন্ডা শো-রুমের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।