অল্পের জন্য আগুনের হাত থেকে রেহাই  পেল গঙ্গাচড়া কেন্দ্রীয় দূর্গা ও কালী মন্দির

আমাদের প্রতিদিন
2024-03-27 19:43:29

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

অল্পের জন্য আগুনের হাত থেকে রেহাই পেল গঙ্গাচড়া কেন্দ্রীয় দূর্গা ও কালী মন্দির। বুধবার (৩ মে) বেলা দুইটার দিকে গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের পেছনে গঙ্গাচড়া কেন্দ্রীয় দূর্গা ও কালী মন্দির সংলগ্নে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বেলা দুইটার দিকে গঙ্গাচড়া কেন্দ্রীয় দূর্গা ও কালী মন্দিরের পাশে থাকা পুকুর সংলগ্ন ময়লার স্তুপে কে বা কাহারা আগুন লেগে দেয়। মূহুর্তেই ওই আগুন ছড়িয়ে মন্দিরের দিকে এসে মন্দিরের বেড়ার কয়েকটি বাঁশ পুড়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে গঙ্গাচড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ক্ষ্যান্ত রানী রায় বলেন, আগুনে মন্দিরের বেড়ার কয়েকটি বাঁশ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় অল্পের জন্য মন্দির আগুনের হাত থেকে রেহাই পেল।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মমতাজুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে,আগুনে  ক্ষয়ক্ষতি হয়নি।