তারাগঞ্জে থাইল্যান্ডের জাল মুদ্রা ‘বাথ’ কারবারি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার

আমাদের প্রতিদিন
2024-04-18 19:21:54

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

তারাগঞ্জে থাইল্যান্ডের জাল মুদ্রা ‘বাথ’ কারবারি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে থানাপাড়াস্থ জয়নাল আবেদীনের বাসা থেকে থাইল্যান্ডের জাল মুদ্রা ‘বাথ’ কারবারি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নীলফামারী জেলা কিশোরগঞ্জ উপজেলার নিতাই কোরানীপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে তৌহিদ ইসলাম হাসু (২০), একই এলাকার মোকছোর রহমানের ছেলে খায়রুল ইসলাম (৩৪) ও মৃত মোজাম্মেল হকের ছেলে জোবাইদুল ইসলাম (৩৫)। তারাগঞ্জ থানার এস আই ও মামলার বাদী হুমায়ন কবীর জানান, থাইল্যান্ডের জাল মুদ্রা ‘বাথ’ কারবারির একটি চক্র অতিগোপনে তারাগঞ্জ থানাপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে অত্র উপজেলার মানুষের সাথে প্রতারনা করে আসছিলেন। গত বুধবার রাত সাড়ে ১২টার সময় গোপনে সংবাদ পেয়ে তার নেতৃত্বে কয়েকজন সঙ্গীপুলিশসহ অভিযান চালিয়ে চক্রে ৩জন সদস্যকে গ্রেফতার করলেও আরো বেশ কয়েকজন প্রাচীর টপকিয়ে পালিয়ে যায়। এসময় তাদেও কাছ থেকে মোবাইল ফোন, থাইল্যান্ডের জাল মুদ্র ‘বাথ’ ১ হাজার নোট ১৫টি, থাই লটারীর টিকিটসহ বিভিন্ন সারঞ্জাম উদ্ধার করেছেন বলেন নিশ্চিত করে বলেন বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।