সাঘাটায় গাঁজাসহ এক মাদক কারবারী নারী গ্রেফতার

আমাদের প্রতিদিন
2024-04-23 08:27:35

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: 

গাইবান্ধা জেলার সাঘাটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ১ কেজে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং সেরেনা বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত মাদক কারবারি নারী উপজেলার বাজিত নগর গ্রামের সেকেন্দার আলীর মেয়ে।

জানা যায়,গতকাল সকাল অনুমান ৭ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে গাইবান্ধা মাদক দ্রব্য নিয়ন্ত্র অধিদপ্তর এর একটি টিম সাঘাটা উপজেলার কামালের পাড়া গ্রামের ভিটাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী খালেরকের শয়ন ঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে । এসময় মাদক ব্যবসায়ী খালেক বাড়ি থেকে পালিয়ে যায়।

পরে একই উপজেলার বাজিত নগর গ্রামে অভিযান চালিয়ে শফিকুল ইসলামের বসতবাড়ি থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজন। এসময় মাদক কারবারির সাথে জড়িত সেরেনা নামের এক নারী গ্রেপফতার করলেও অপর কারবারি শফিকুল ইসলাম ঘটনা স্থল থেকে দ্রæত পালিয়ে যায়। পরে এব্যাপারে মাদকদ্রক্য নিয়ন্ত্র অধিদপ্তরের কর্মকর্তা মোস্তফা জামান ও আবু নাইম নুরুন্নবী বাদী হয়ে সাঘাটা থানায় পৃথক দুটি মামলা দায়ের করে।