মমিনপুর ও মহেশপুরে সাদ এরশাদ এমপি’র  বিভিন্ন প্রকল্পের উদ্বোধন

আমাদের প্রতিদিন
2024-04-15 01:52:28

আব্দুর রহিম, পাগলাপীর:

রংপুর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদ ও জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ পুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ এমপি সদর উপজেলার ১ নং মমিনপুর ইউনিয়নের রাস্তাঘাট, মসজিদ, স্কুল কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ফলক উন্মোচন উদ্বোধন ও পরিদর্শন করলেন। তিনি পূর্ব ঘোষিত তার নির্বাচনী এলাকার ৫ দিন ব্যাপী সফরের কর্মসূচী অংশ হিসেবে পঞ্চম দিন গতকাল মঙ্গলবার বিকাল  থেকে রাত ১০টা পর্যন্ত মমিনপুর ইউনিয়নের প্রকল্পগুলোর ফলক উন্মোচন উদ্বোধন ও পরিদর্শন করেন । উক্ত ফলক উন্মোচন  উদ্বোধন ও পরিদর্শন কালে সাদ এরশাদ এমপি জনগনের উদ্দেশ্যে বলেন যে সব প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয়নি কিনবা পাননি ধর্য্য ধরুন উন্নয়নের ধারাবাহিকতায় আপনাদের প্রতিষ্ঠানগুলো উন্নায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।  আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় আপনাদের পাশে থেকে উন্নয়মূলক কাজ করে যেতে পারি।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সদর উপজেলার আহবায়ক মাসুদ উন নবী মুন্না, যুগ্ম আহবায়ক রুহুল আমিন লিটন, মহানগর যুব সংহতির সভাপতি জাকির হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক সোবহান মুজিব বিদ্যুৎ ও আরেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান টিটু, সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক ও অত্র মমিনপুর ইউনিয়নের কৃত্রি সন্তান তারেক সরকার ও মমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলতানা আক্তার কল্পনা, রংপুর সদর উপজেলার জাতীয় ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা, রংপুর সদর উপজেলার জাতীয় ছাত্র সমাজের নেতা আঃ কাহার ছিদ্দিকী, আঃ রহিম সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও জাতীয় পার্টি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। সফর সঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন এমপি’র সহধর্মিনী মাহিমা সাদ এরশাদ ও পিএস আব্দুল্লাহ হিল কাফি শিবলু। মমিনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মহেশপুর হাজীপাড়া ঈদগাহ মাঠে জাতীয় পার্টির নেতা তারেক সরকারের নেতৃত্বে অর্ধ শতাধিক বিভিন্ন দলের কর্মী পল্লী বন্ধু এরশাদের আদর্শে অনুপ্রানিত হয়ে সাদ এরশাদ এমপি’র হাতে লাঙ্গল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।