হিলিতে লোহার খনির শীর্ষক জরিপ কাজের উদ্বোধন

আমাদের প্রতিদিন
2024-04-18 08:57:41

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে লোহার খনির শীর্ষক জরিপ কাজের পরিদর্শন ও শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। বৃহস্পতিবার সকাল ১১ টায় হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নে এ অনুষ্ঠানের আয়োজন করেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড।

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, ২০১২ সালে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলাতে ৫৫৮ মিটার গভীরতায় লৌহ আকরিক সমৃদ্ধ লোহার সন্ধান পাওয়া যায়। ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এ এলাকায় জিএসবি ৪টি কুপ খনন করে। এখন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী নতুন করে আবার ৬টি কুপ খননের কাজ শুরু করেছে। এই কাজ শেষ করতে প্রায় ৮ মাসের মতো সময় লাগবে। পরবর্তীতে আবারো ৫০টি কুপ খননের কাজ শুরু করা হবে। তারপর বলা যাবে কত সময়ের মধ্যে এই লোহার খনি থেকে লোহা উত্তোলন করা হবে। দেশের লোহার চাহিদা পূরণ করে বিদেশেও লোহা রপ্তানী করা যাবে বলে জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন, বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নূর-এ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া, আলীহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ানসহ অনেকেই।