দেশ বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা  পঙ্কজ ভট্টাচার্য স্মরণে রংপুরে শোকসভা

আমাদের প্রতিদিন
2024-04-18 16:14:23

নিজস্ব প্রতিকেদক:

সম্মিলিত সামাজিক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা দেশ বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য স্মরণে রংপুরে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।  আজ  রংপুর জেলা গণতন্ত্রী পার্টি কার্যালয়ে প্রয়াত পঙ্কজ ভট্টাচার্যের জীবনী নিয়ে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণতন্ত্রী পার্টির সাবেক কেন্দ্রীয় সভাপতি, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক রংপুর পৌর চেয়ারম্যান জননেতা মোহাম্মদ আফজাল। এ সময় বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড শাহাদত হোসেন, বাসদের নেতা কমরেড আব্দুল কুদ্দুস, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক রয়েল, মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খসরু আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মুকুল, সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতা ডাঃ মফিজুল ইসলাম মান্টু, সাংবাদিক জাভেদ ইকবালসহ অন্যান্যরা।

সভায় বক্তারা পঙ্কজ ভট্টাচার্যের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ত্যাগী ও সাধারণ খেটে খাওয়া মানুষের দাবী নিয়ে শেষ জীবন পর্যন্ত আন্দোলন করে গেছেন। তার এ অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে।