ফুলবাড়ী সীমান্তে ১৪টি স্বর্ণেরবারসহ আটক -১

আমাদের প্রতিদিন
2024-03-28 17:33:42

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৪ টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। যার আনুমানিক মুল্য ১ কোটি টাকারও অধিক।

স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে কাশিপুর বিওপি’র সামন দিয়ে সীমান্তবর্তি ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে রবিউল ইসলাম রবি মোটর বাইক স্বর্ণ পাচারের সময় টহলরত বিজিবি’র সদস্যরা আটক করে। এসময় তাকে তল্লাশী করে ১৪টি স্বর্ণের বারসহ তাকে আটক করে। যার আনুমানিক মুল্য প্রায় ১ কোটি টাকারও অধিক।

স্থানীয় সুত্রটি আরও জানিয়েছে, রবিউল ইসলাম রবিসহ ওই এলাকার একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন থেকে কোটি কোটি টাকার স্বর্ণ চোরাচালানসহ অবৈধ হোন্ডি ব্যবসায় জড়িত। এছাড়াও আটক রবিউলের বাড়ী আন্তর্জাতিক পিলার ৯৪২/৯ এস পিলারের সঙ্গে। তার নানা বাড়ী ওই পিলারের ভারতের অংশের শুকারেরকটি গ্রামে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।