রংপুরে ‘বিশ্ব মা দিবস’ পালিত

আমাদের প্রতিদিন
2024-04-24 08:29:59

নিজস্ব প্রতিবেদক:

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ পালন করা হয়। এ উপলক্ষে রোববার সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, রংপুরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুরের জেলা প্রশাসক ড.চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে এসময় এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্, মহিলা বিষয়ক অধিদপ্তর, রংপুরের উপ-পরিচালক কাওসার পারভীন ও প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  আলোচনা সভা শেষে অস্বচ্ছল মায়েদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।