হরিদেবপুর স্কুল মাঠে নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-04-25 21:17:41

আব্দুর রহিম, পাগলাপীর রংপুর :

রংপুর সদর উপজেলার, হরিদেবপুর ইউনিয়নের পানাবাজার হরিদেবপুর স্কুল মাঠে সকাল ১০টায় প্রাপ্তিক জনগোষ্ঠী ক্ষমতায়নে সামাজিক অংশীদারিত্ব বৃদ্ধি (প্রসপেক্ট) প্রকল্প এর নারী নির্যাত প্রতিরোধ বিষয়ক রোড-শোক, প্রচারনাভিযান সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লীশ্রী সংগঠন ১৯৮৭ সাল থেকে কাজ শুরু করেন সংগঠনটি। শুরুর থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে নারীর সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক এর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাল্য বিয়ে, নারী নির্যাতন, যৌন হয়রানি, অর্থনৈতিক ও মানসিক নির্যাতন স্বীকার প্রতিরোধে কাজ করে যাচ্ছে। নারী নির্যাতন, বাল্য বিবাহ, যৌন হয়রানি, ধর্ষন আর যেন না হয় তাই মানুষকে সচেতন করার লক্ষ্যে পল্লীশ্রী সংগঠনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালী সদর থানার অফিসার ইনচাজর্ (ওসি)  সুশান্ত কুমার সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং হরিদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ কাজুলী বেগম, শিখা রানী (উপজেলা সমাজসেবার অফিসার,রংপুর সদর, রংপুর), তহমিনা শিরিন (যুব উন্নয়ন রংপুর সদর কর্মকর্তা সহ অত্র সংগঠনের ঊর্ধ¦তন কর্মকর্তা সহ হরিদেবপুর  ইউনিয়নের সকল সদস্য, কর্মী ্এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।