ফুলবাড়ীতে টাংকির পানিতে ঘুমের ঔষধ:অচেতন-৬

আমাদের প্রতিদিন
2024-03-28 21:58:12

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে টাংকির পানিতে ঘুমের ঔষধ মিশিয়ে বাড়ীর সর্বস্ব লুট করার চেষ্টা করা হয়েছে। এসময় পরিবারের কর্তা ব্যাক্তিসহ আরও ৫জনকে ফুলবাড়ী হাসপাতালে অজ্ঞান অবস্থায় চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার বিদ্যাবাগিশ গ্রামে। এরিপোর্ট লিখা পর্যন্ত ৪ জনের জ্ঞান ফিরে নাই। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১০ টার দিকে নির্মল চন্দ্র রায়ের বাড়ীতে কে বা কাহারা কোন এক সময় তাদের ব্যবহৃত পানির টাংকিতে সংগোপনে ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। পরিবারের লোকজন সকালের খাবারের সাথে ওই টাংকির পানি পান করলে কিছুক্ষণের মধ্যে সবাই অজান্তেই ঘুমিয়ে পড়ে। স্থানীয়রা ওই বাড়ী থেকে কেউ বাইরে চলাফেরা দেখতে না পেয়ে বাড়ীর ভেতরে প্রবেশ করে দেখতে পায় পরিবারের লোকজন ঘুমের ঘোরে রয়েছে। তাদের ডাকাডাকি করে বুঝতে পারে তারা অচেতন অবস্থায় রয়েছেন। পরে তাদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, পরিবারের কর্তা নির্মল চন্দ্র রায়, তার স্ত্রী চিনু বালা, স্বপন কুমার রায়, প্রীতিলতা বালাসহ আরও দুই শিশু।

ফুলবাড়ী থানার এসআই ইব্রাহিম ঘটনার সত্যতা যাচাই করার জন্য ফুলবাড়ী হাসপাতালে আহতের খোজ খবর নিচ্ছেন বলে জানান।