চিলমারীতে নদী ভাঙ্গন পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী: জাহিদ ফারুক এমপি

আমাদের প্রতিদিন
2024-04-24 04:05:01

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ফকিরেরহাট,কাঁচকোল ও পুটিমারী এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রনালয়ে দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। আজ রোববার (২১ মে) দুপুরে তিনি এসব এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সভায় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন,কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন কবলিত মানুষের দুঃখ-দুর্দশা আর থাকবে না। ভাঙ্গন প্রতিরোধে কাজ চলামান রয়েছে এবং ভাঙ্গন রোধে কাজ চলবে। খুব দ্রæত নদটির ভাঙ্গন সমস্যা দূর করা হবে,জানিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন,'উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন,প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি,পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো.নুরুল আলম, পানি উন্নয়ন বোর্ড অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিওয়ান) রমজান আলী প্রামানিক, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু,উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহিন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান,পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।