রসিকে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

আমাদের প্রতিদিন
2024-04-24 18:07:07

নিজস্ব প্রতিবেদক:

রংপুর সিটি এলাকায় মশার উপদ্রব প্রকোপ আকার ধারণ করায় রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে মশক নিধন কার্যক্রম শুরু করেছে। রংপুর মহানগরীর লালকুঠি মোড়স্হ ম্যাজিস্ট্রেট কোয়ার্টারে মঙ্গলবার সকালে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন মিঞা। এ সময় উপস্থিত ছিলেন রসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধা। পরে পর্যায়ক্রমে ১৬,২০,২৬ নং ওয়ার্ডে মশক নিধনের উদ্বোধন করা হয়। উদ্বোধনে স্হানভেদে উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ড কাউন্সিলর শাহাজাদা আরমান। রসিক বহ্য শাখার অঞ্চলভেদে উপস্থিত ছিলেন পরিস্কার পরিচ্ছন্ন কর্মকর্তা অঞ্চল-১ মিজানুর রহমান মিজু, অঞ্চল-২ হাসান রাহী, অঞ্চল-৩ মাসুদ হাসান। কাজের সমন্বয় করেন রসিক মেয়রের একান্ত সহকারী হরকাতুল জিহাদ মুন্সী।

এ ব্যপারে৷ জানত চাইলে রসিকের পরিস্কার পরিচ্ছন্ন কর্মকর্তা মিজানুর রহমান, হাসান রাহী ও মাসুদ রানা জানান, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা মহোদয় গোছালো সিটি করার লক্ষ্যে কাজ করছেন। তারই অংশ হিসেবে রসিকের রোডের ময়লা আবর্জনা, ক্যানেল ও ড্রেন পরিস্কার, বর্তমানে মশার উপদ্রব থেকে রক্ষার জন্য বিশেষ নির্দেশনা দিয়ে মশা নিধনের কাজ করছেন। আশা করছি কয়েকদিনের মধ্যে মশার উপদ্রব থেকে নগরবাসী রক্ষা পাবে।

এদিকে জানতে চাইলে মেয়রের একান্ত সহকারী হরকাতুল জিহাদ মুন্সী বলেন, মেয়র মহোদয় কঠোর নির্দেশনা দিয়েছেন ময়লা মুক্ত নগরী গড়তে তারই কাজ চলছে, এদিকে মশার উপদ্রব বাড়ায় মশা নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের ন্যায় বা তার চেয়ে উন্নত রংপুর সিটি গড়ায় প্রত্যায় ব্যাক্ত করেছেন রসিক মেয়র। সেই আলোকে কার্যক্রম চলমান রয়েছে।