নাগেশ্বরীতে বাল্য বিবাহ প্রতিরোধে যুব সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্তি বিষয়ক সভা

আমাদের প্রতিদিন
2024-03-28 11:40:37

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্য বিবাহ প্রতিরোধে জাতীয় পর্যায়ের সংলাপে অবদান রাখতে ইউনিয়ন এবং উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটিতে যুব সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্তি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মহিদেব যুব সমাজ কল্যাণ সংস্থা (এমজেএসকেএস)-এর বাস্তবায়নে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় ও বুধবার দুপুরে উপজেলার প্রকল্প অফিসের সভাকক্ষে এ অনুষ্ঠান হয়। সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস হোসেনের সঞ্চালণায় বাল্য বিবাহ প্রতিরোধে যুবদের সম্পৃক্ততা ও করণীয় সম্পর্কে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলী আর রেজা, বিশেষ অতিথি নাগেশ্বরী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, সিএনবি প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, গ্রীণ ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।