জাতীয় পর্যায়ে গীতা প্রতিযোগিতা পরিচালনা রংপুর জেলা আহবায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-04-21 04:11:00

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির কর্তৃক গত ২রা মার্চ অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদের উদ্যোগে জাতীয় পর্যায়ে “শ্রীমদ্ভগবদ গীতা প্রতিযোগিতা-২০২৩” অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়। উক্ত কর্মসূচি সফলভাবে পালনের লক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর ধর্মসভায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা জেলা পর্যায়ে শুরু হয়ে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে তিন ধাপে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্ত সফলভাবে সম্পন্ন করতে রংপুরের প্রত্যেক উপজেলার সকল নেতৃবৃন্দকে কর্মসূচি পালনের আহবান জানানো হয়।

বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলার সিনিয়র সহ-সভাপতি ও শ্রীমদ্ভগবদ গীতা প্রতিযোগিতা-২০২৩ পরিচালনা কমিটির আহবায়ক শ্রী ধীমাণ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি রামজীবন কুন্ডু, সদস্য ও বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলার সাধারণ সম্পাদক পার্থ বোস, সদস্য ও বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলার যূগ্ম সাধারণ সম্পাদক বিকাশ দাস, সূধীর চন্দ্র রায় (পীরগঞ্জ), নীলকান্ত পাইকার (বদরগঞ্জ), গোবিন্দ কুন্ড (বদরগঞ্জ), পাপন দাস (তারাগঞ্জ), সুবল মহন্ত (মিঠাপুকুর), পরিতোষ সরকার (গঙ্গাচড়া) ও পলাশ চন্দ্র রায় (সদর)সহ অন্যান্য নেতৃবৃন্দ।