পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির পুষ্টি কর্মপরিকল্পনা বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ২০২২- ২৩ প্রনয়ন ও অনলাইন মনিটরিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউরোপীয়ান ইউনিয়ন অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কো-অপারেশনের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তা ও ইএসডিওর বাস্তবায়নে জানো প্রকল্পের সহোযোগীতায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হক সুমন।
এসময় বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, উপজেলা পুষ্টি কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বিশেশ্বর চন্দ্র বর্মন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সেলোয়ারা বেগম, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, আব্দুস সালাম আজাদ জুয়েল, উপজেলা ভেটেনারী সার্জন মোহাম্মদ আলী প্রমুখ।
কেয়ার বাংলাদেশ এর জানো প্রকল্পের আইসিটি কনসালন্টেন্ট অফিসার মাহমুদা আক্তারের সঞ্চালনায় এবং ইএস ডিও জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার কল্পনা রানী সহযোগীতায় কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সচিব ও উপজেলা পুষ্টি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।