গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের বিপুল পরিমাণ পাঠ্যবই এক ব্যবসায়ীর কাছে পাওয়া গেছে।
আজ সোমবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সরকারি কলেজ সংলগ্ন চাঁদনীপাড়ার বাড়ি থেকে ব্যবসায়ী সুরুজ মিয়া বইগুলো সরিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পান। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়।
এসময় সুরুজ মিয়া জানান, স্কুলের বই ও খাতা মিলে মোট ২০০ কেজি হয়েছে। যা ১৮ টাকা কেজি দরে তিনি কিনেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, বইগুলো স্কুলের বাইরে এক ব্যক্তির কাছে পাওয়া গেছে। সেগুলো উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ব্যক্তিকে আটক করার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একাডেমিক সুপার ভাইজার আমজাদ হোসেন চৌধুরীকে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি, (তদন্ত) মমতাজুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যান সুরুজ। তাকে খুঁজতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।