গঙ্গাচড়ায় পল্লী উন্নয়ন ও সমবায় সচিবের সাথে এমফোরসি প্রকল্পের সুফলভোগীদের মতবিনিময়

আমাদের প্রতিদিন
2023-12-07 14:46:31

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়ায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ হামিদা বেগমের সাথে মেকিং মার্কেটস ওর্য়াক ফর দি চরস (এমফোরসি) ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের সুফলভোগীরা মতবিনিময় করেছেন। চর উন্নয়ন গবেষণা কেন্দ্র (সিডিআরসি) ও পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার আয়োজনে সোমবার (৪ সেপ্টেম্বর) উপজেলার লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী চরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ খুরশীদ ইকবাল রেজভী। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব  রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী। প্রকল্প পরিচালক ড. মোঃ আব্দুল মজিদের উপস্থাপনায় মতবিনিময় সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের উপসচিব, গঙ্গাচড়া উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, পল্লী উন্নয়ন অফিসার আনিচুর রহমান খন্দকারসহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সুফলভোগীরা তাদের চাষবাদকৃত ফসলের সাফল্য, উন্নত জাতের গরু পালনে লাভবান ও ভ্রাম্যমান সোলার পাম্পে খরচ কমের গল্প তুলে ধরে বক্তব্য দেন। সচিব ও মহাপরিচালক তাদের সফলতার গল্প শুনে সরকারের পক্ষ থেকে সহযোগিতার ধারা অব্যাহত রাখার আশ্বাস দেন।