পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি:
পলাশবাড়ীতে সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে শুভ জন্মাষ্টমী পালনে এক বণার্ঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে পলাশবাড়ী পৌর শহরের কেন্দ্রীয় কালী মন্দির হতে পলাশবাড়ী উপজেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে একটি বিশাল মঙ্গল শোভাযাত্রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ী মন্দির প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল কুমার মিত্রের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল।
এছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি দীলিপ চন্দ্র সাহা, বিশিষ্ট ব্যবসায়ী বাবু গোপাল গোবিন্দ তালুকদার , ছাত্রনেতা অলক কুমার রায়, সুবীর কুমার পাল ছারাও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সনাতন ধর্মের শত শত ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।